নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন ১৪ নভেম্বর ২০১৬ সোমবার সকাল ১১ টায় উদ্বোধন করা হয়। রাজধানীর আগারগাঁও অবস্থিত এ ভবনের উদ্বোধন করেন প্রধান নির্বচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানটি নবনির্মিত ইটিআই ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বচন কমিশনার ছাড়াও বাঁকি চার নির্বাচন কমিশনার ও ইসির সচিব উপস্থিত ছিলেন।
ইআরসি প্রকল্পটি প্রকল্পটির কাজ ২০১১ সালের জুলাইয়ে শুরু হয়। এ প্রকল্পটিতে ইসির নিজস্ব ১১ তলা ভবন এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) ১২ তলা ভবন নির্মাণ করছে। ভবন নির্মাণ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১৮৪ কোটি ৮৪ লাখ টাকা।
যা থাকবে নতুন ভবনে:
আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের পাশে আড়াই একর জমিতে এ ভবন নির্মাণ কাজ চলছে। ভবনটি দুটি আলাদা অংশে বিভক্ত হবে। ভবনের পূর্ব অংশে থাকবে কমিশন অফিস এবং পশ্চিম অংশে থাকবে সচিবালয় অফিস। এ দুই অংশের মাঝখানে থাকবে সুদৃশ্য ফোয়ারা।
আধুনিক রেফারেন্স লাইব্রেরি, মিডিয়া সেন্টার, কনফারেন্স রুম, প্রশিক্ষণ ইনস্টিটিউট, কেন্দ্রীয় সার্ভার স্টেশন ও ন্যাশনাল আইডি উইংও থাকবে এ ভবনে। এ ছাড়া অন্যান্য ফ্লোর নির্বাচন শাখা, পল্লী শাখা, প্রশাসন শাখা, বাজেট শাখা ও আইটি শাখার নামে বরাদ্দ হবে।
No comments:
Post a Comment