ইলেকশন ম্যানেজমেন্ট
বডিস অব সাউথ এশিয়া (FEMBoSA) এর
৯ম সম্মেলন আগামী সেপ্টেম্বর ২০১৮ মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে পারে।
মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরূল হুদা ২৪-২৫ সেপ্টেম্বর ২০১৭ আফগানিস্তানের কাবুলে অনুষ্ঠিত FEMBoSA এর ৮ম সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরে একথা
জানিয়েছেন।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপ এবং স্বাগতিক আফগানিস্তানের নির্বাচন কমিশনের
প্রতিনিধিগনের অংশগ্রহণে FEMBoSA এর ৮ম সম্মেলন অনুষ্ঠিত
হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন হতে মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব হেলালুদ্দীন
আহমদ ও উপসচিব জনাব সাহেদুন্নবী সম্মেলনে যোগদান করেন।
আফগানিস্তানের কাবুলে অনুষ্ঠিত FEMBoSA এর
৮ম সম্মেলনে ভোটার শিক্ষা, নির্বাচনে নারীর অংশগ্রহণের গুরুত্ব, নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, তরুণ ভোটারদের প্রত্যাশা,
নির্বাচন ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের স্বায়ত্বশাসন ও স্বাধীনতা, গণমাধ্যমের
ভূমিকা, নির্বাচন বিষয়ে গবেষণা, সুষ্ঠু,
অবাধ নির্বাচনের প্রত্যয় এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান বিষয়ে আলোচনা করা হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার
দেশসমূহের মধ্যে নির্বাচন বিষয়ে পারস্পারিক সহযোগিতার লক্ষ্যে ২০১০ সালে ঢাকায় সার্ক
দেশসমূহের নির্বাচন কমিশনসমূহের এক সম্মেলনের মাধ্যমে ফোরাম অব ইলেকশন
ম্যানেজমেন্ট বডিস (FEMBoSA) এর যাত্রা শুরু। এরপর পর্যায়ক্রমে সার্ক
দেশসমূহের বিভিন্ন দেশে FEMBoSA এর সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় আগামী ২০১৮
সালে বাংলদেশে সংস্থাটির ৯ম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
No comments:
Post a Comment