রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা এগিয়ে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ৬৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৫৬ হাজার ৭৭২ ভোট, আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু পেয়েছেন ২১ হাজার ৮৫৫ ভোট এবং বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা ১১ হাজার ৭৭১ ভোট পেয়েছেন। নির্বাচন অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৯৩টি ভোটকেন্দ্রের ১ হাজার ১২২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। ৬৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে জাতীয় পার্টির (এ) প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা এগিয়ে রয়েছেন। একটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ : ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ নিয়ে বিএনপিসহ বিভিন্ন মহলে বিরোধীতা ও আপত্তি থাকলেও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করে ভোটাররা স্বাচ্ছন্দ বোধ করেছেন। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৯ জন। নির্বাচন প্রিজাইডিং অফিসার আজাহারুল ইসলাম জানান, এ কেন্দ্রে মোট ৬১.৭২ শতাংশ ভোট প্রদান করেছেন ভোটাররা। ইভিএমে জাপা (এ) প্রার্থী ৬৭৪ ভোট, আওয়ামী লীগ প্রার্থী ৩৩৪ ভোট ও বিএনপি ১১৭ ভোট পেয়েছে।

No comments:

Post a Comment

All Right Reserved@Smartinfo. Powered by Blogger.

Latest News

MORE FROM OUR SITE

Social Share

Favorite Games

;
')})}); //]]>

Today Pageviews

Today's Popular Posts

Search This Blog

Subscribe Us

Facebook

Most popular

Carousel

?orderby=published&alt=json-in-script&callback=labelthumbs'>

Followers

Subscribe

Navigation-Menus (Do Not Edit Here!)

I Am The Author

MORE FROM OUR SITE

Popular Posts