Voter ID Card NID Bangladesh. nid card check in bangladesh. NID CARD. bangladesh national id card number search. bangladesh national id card check. national id card bangladesh id search. nid card check. NID bd. national id card bangladesh. national id card download. national id card number search. bangladesh national id card check online. nid card download bd. national id card. bangladesh election commission national id card. national id card bd. bangladesh national id card. bd national id card. bangladesh voter id card search. nid card bd. NID Bangladesh.
Voter ID Card Download
স্মার্ট কার্ড কি?
স্মার্ট কার্ড হল আধুনিকভাবে তৈরে,যন্ত্রে পাঠযোগ্য, যার মধ্যে সমন্বিত বর্তনী(integrated circuit) রয়েছে।স্মার্ট কার্ড সাধারন্ত দুই প্রকার- মেমোরি কার্ড, যার মধ্যে নিরাপত্তাসূচক বর্তনী যুক্ত মেমোরি থাকে এবং মাইক্রোপ্রসেসর কার্ড, যার মধ্যে মেমোরি কার্ড ছাড়াও মাইক্রোপ্রসেসর থাকে।স্মার্ট কার্ডে সব তথ্য সংগ্রহ করা যায়। বর্তমানে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সিস্টেম, ড্রাইভিং লাইসেন্স, সিম কার্ড, এটিএম কার্ড ইত্যাদি স্মার্ট কার্ড হসেবে ব্যবহৃত হচ্ছে
স্মার্ট জাতীয়
পরিচয়পত্র কি?
জালিয়াতি রোধে জাতীয় পরিচয়পত্রকে আধুনিকভাবে তৈরি, যন্ত্রে পাঠযোগ্য জাতীয় পরিচয়পত্রকেই স্মার্টকার্ড বলে। একে ভোটার আইডি বলেও অভিহিত করা হয়। বর্তমানে যে পরিচয়পত্র বা কার্ড চালু রয়েছে তা সাধারণ পাতলা কাগজে প্রিন্ট করে লেমিনেটিং করা। যার প্রথম পৃষ্ঠায় নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও আইডি নম্বর এবং অপর পৃষ্ঠায় ঠিকানা দেওয়া। ফলে এই কার্ডটি সহজেই নকল করা সম্ভব। অসাধু ব্যক্তিরা এটি সহজেই নকল করে বিভিন্ন কাজে ব্যবহার করছে বলে অনেকে মনে করেন। ফলে নাগরিক ভোগান্তি ও হয়রানি বাড়ছে। এটি রোধ করতেই স্মার্টকার্ড তৈরির প্রকল্প হাতে নিয়েছে ইসি।এটি যন্ত্রে পাঠযোগ্য। অসাধু ব্যক্তিরা সহজেই নকল করতে পারবে না। ভোটারের বা পরিচয়পত্রধারীর আইডি নম্বর ঠিকানাসহ যাবতীয় তথ্য এই আইডিতে সংরক্ষিত থাকবে। শুধুমাত্র যন্ত্রের সাহায্যে এসব তথ্য পাঠ করা যাবে। টেকসই ও সুন্দর অবয়বে এ কার্ড বহুমুখী ব্যবহারযোগ্য হওয়ায় তা সাধারণভাবে স্মার্টকার্ড হিসেবেই বিবেচিত হবে।
এই স্মার্ট কার্ড নিয়ে সবার মধ্যেই আছে নানা কৌতুহল, দেখতে কেমন হবে , কী কী কাজে লাগবে এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের আয়োজন ।
NID Bangladesh
স্মার্ট জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা বৈশিষ্ট্য
২৫টি খাতে এই স্মার্ট কার্ড পরিচয়পত্র ব্যবহার করা হবে। এখানে তিন স্তরে ২৫টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য খালি চোখে দেখা যাবে, দ্বিতীয় স্তরের বৈশিষ্ট্যগুলো দেখার জন্য প্রয়োজন হবে বহনযোগ্য যন্ত্রাংশ এবং শেষ স্তরের জন্য কোনো ল্যাবরেটরিতে ফরেনসিক টেস্ট করার প্রয়োজন হবে। এটিকে আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য আটটি আন্তর্জাতিক সনদপত্র ও মানপত্র নিশ্চিত করা হবে। স্মার্টকার্ড হবে মেশিন রিডেবল, যা কার্ড জালিয়াতির হাত থেকে বাড়তি নিরাপত্তা
প্রদান করবে।
বর্তমানে ভোটারদের কাছে বিদ্যমান লেমিনেটেড ন্যাশনাল আইডি কার্ড ফেরত নিয়ে প্রথমবারের মত বিনামূল্যেই স্মার্টকার্ড দেয়া হবে। এরপর পুনরায় মেশিনে পাঠযোগ্য এই কার্ড পেতে চাইলে একটি নির্দিষ্ট ফি দিতে হবে। জানা গেছে, বিভিন্ন পাবলিক সার্ভিস নিতে এই আইডি কার্ড প্রদর্শন আবশ্যক করার পরিকল্পনাও রয়েছে সরকারের।
No comments:
Post a Comment