রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা । রসিক ভোটে থাকছে ইভিএম, সিসি ক্যামেরা the Rangpur city election schedule

The EC will provide details of the Rangpur city election schedule on November 5, Helaluddin Ahmed, acting secretary of the Election Commission, said today. রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা । রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এছাড়া কিছু ভোট কেন্দ্রে সিসি ক্যামেরাও ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের।

রোববার (৫ নভেম্বর) রসিক নির্বাচনের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কে এম নূরুল হুদা এসব তথ্য জানান। রসিক নির্বাচনে ইভিএম ব্যবহারে পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা চেষ্টা করবো ইভিএম ব্যবহারের। সব কিছু ঠিকঠাক থাকলে সীমিত আকারে ইভিএম ব্যবহার করবো।’ ইভিএম মেশিন পুরাতনটি ব্যবহার হবে কি না এর জবাবে সিইসি বলেন, ‘নতুন মেশিন ব্যবহার হবে।’


এর আগে ইভিএম ব্যবহারে কিছু ভুল ধরা পরেছিল-সাংবাদিকরা বিষয়টি উল্লেখ করলে সিইসি বলেন, ‘এটা বিবেচনায় রেখেই আমরা ইভিএম ব্যবহার করবো। ভুল যেন পুনরাবৃত্তি না হয়। নির্ভুলভাবে ও গ্রহণযোগ্যভাবে যেন ব্যবহার করা হয়। আমরা ইভিএম ব্যবহারে ঝুঁকি নেব না। ভুল-ভ্রান্তির আশঙ্কা থাকলে আমরা ঝুঁকি নেব না।’


রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কি না এমন প্রশ্নের জবাবে কে এম নূরুল হুদা বলেন, ‘এটা একটু ব্যয়বহুল। আমরা সীমিত আকারে সিসি ক্যামেরা ব্যবহার করতে চাই।’ তিনি বলেন, ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের বিধিবিধানে যা আছে সেগুলোর আলোকে নির্বাচন করবো।’ প্রার্থীদের পোস্টারে রংপুর ছেয়ে গেছে। অনেক প্রার্থী তফসিল ঘোষণার আগেই আগাম ২০ থেকে ২৫ লাখ টাকা খরচ করে ফেলেছেন- এমন অভিযোগের ব্যাপারে সিইসি বলেন, ‘এটা এখন সিদ্ধান্ত নেইনি। কমিশনের সঙ্গে বসতে হবে। কি অবস্থায় আছে। এটা আমরা দেখবো।কে পেস্টার লাগিয়েছে তাদের বের করার বিষয়। এটা কমিশনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’

এ সময় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, এটা বুঝতে হবে প্রার্থী কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। আপনারা প্রশ্ন করেছেন ‘তফসিলের আগে খরচ করেছে’। এখন এ টাকা খরচ প্রার্থী করেছে, না অন্য কেউ করছে এখনো তো আমরা বলতে পারবো না। আর পোস্টার সরানোর বিষয়টা হলো, এতদিন সিটি করপোরেশন আইনের অধীনে ওগুলো সরাতে বলেছিলাম। এখন আমরা নির্বাচনী আইনের অধীনে এগুলো সরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’ অনলাইনে মনোনয়ন জমা দেয়ার বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমার যতটুকু জানা আছে, অনলাইনে জমা দেয়ার বিষয়ে সিটি করপোরেশনে এমন কোন প্রভিশন নেই। আমরা চেষ্টা করবো আইন সংস্কারের জন্য এটা ইমপ্রুভ করলে পরবর্তীতে এটা বিবেচনা করতে পারবো।’ 



এর আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রসিক নির্বাচনে তফসিল ঘোষণা করেন সিইসি। সিইসি বলেন, ‘রংপুর সিটিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২২ নভেম্বর। প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর এবং ভোট ২১ ডিসেম্বর।’রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বলেও জানান সিইসি। উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশনের এটা দ্বিতীয় নির্বাচন। দলীয় প্রতীকে এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়া যাবে। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। নির্বাচনে জিতে রংপুর সিটির প্রথম মেয়র হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শরফুদ্দিন আহমেদ ঝন্টু। এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি। গত ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়ে ৫ দিনের মাথায় কুমিল্লা সিটির নির্বাচন করেছিল বর্তমান কমিশন। আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে সেটি ছিল এ ইসির অধীনে প্রথম নির্বাচন।

No comments:

Post a Comment

All Right Reserved@Smartinfo. Powered by Blogger.

Latest News

MORE FROM OUR SITE

Social Share

Favorite Games

;
')})}); //]]>

Today Pageviews

Search This Blog

Subscribe Us

Facebook

Most popular

Carousel

?orderby=published&alt=json-in-script&callback=labelthumbs'>

Followers

Subscribe

Navigation-Menus (Do Not Edit Here!)

I Am The Author

MORE FROM OUR SITE

Popular Posts