দেশের আরো ২৭টি জেলায় উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু করছে নির্বাচন কমিশন। বুধবার রাজধানীর নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কাজের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
উদ্বোধনকালে চার কমিশনার, ইসি সচিব, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যেসব জেলায় স্মার্টকার্ড বিতরণ হবে-
এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।
স্মার্টকার্ড অপব্যবহার রোধে দৃষ্টি আকর্ষণ করে উদ্বোধনের সময় সিইসি বলেন, স্মার্টকার্ডের যাতে কোনো প্রকার অপব্যবহার না হয়, কেউ যেন অপব্যবহার করতে না পারে সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
তিনি বলেন, আজ ২৭ জেলায় বিতরণের মধ্য দিয়ে ৬৪ জেলায় স্মার্ট কার্ড উদ্বোধন হলো। এর আগে অনেকগুলো জেলায় আমরা বিতরণ করেছি। আশা করি যে উদ্দেশ্যে স্মার্টকার্ড তৈরি ও বিতরণ করা হয়েছে তা সফল বাস্তবায়ন হবে। স্মার্টকার্ড সঙ্গে থাকলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন আপনার পরিচিতি থাকবে।
No comments:
Post a Comment