নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ১০ ডিসেম্বরের আগেই সব ধরনের বার্ষিক এবং ভর্তি পরীক্ষা শেষ করতে বোর্ড, মন্ত্রণালয় ও অধিদফতরকে নির্দেশনা দেয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘তাদেরকে আমরা বলেছি, স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যেহেতু ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে, একই সঙ্গে শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে কাজ করবেন, এ জন্য ১০ ডিসেম্বরের আগেই সব স্কুল কক্ষগুলো ফ্রি করে দিতে বলা হয়েছে। স্কুলের কর্মকর্তারা এবং ম্যানেজমেন্ট কমিটি যাতে সব ধরনের সহযোগিতা করে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছি।’
সন্ত্রাস, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযানের নির্দেশ
সচিব বলেন, ‘সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সন্ত্রাসী, মাদকসেবী ও নির্বাচন ভণ্ডুলকারীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেয়া হয়েছে।’ আগামী এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে বলেও তিনি জানান।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সে জন্য সন্ত্রাসী, মাদক সেবনকারী, যারা নির্বাচনকে ভণ্ডুল করতে পারে এরকম ব্যক্তিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জননিরাপত্তা বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।’
বিশেষ কোনো অভিযান হবে কি-না জানতে চাইলে সচিব বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ওভাবে আলোচনা করিনি।’
প্রার্থীদের আয়কর রিটার্ন লাগবে না
সচিব বলেন, ‘এখন থেকে প্রার্থীদের আয়কর রিটার্ন জমা দিতে হবে না। আগে সব প্রার্থীকে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন তা বাধ্যতামূলক নয়। যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) আছে তারা দেবেন। আর যাদের নেই, তাদের দেয়ার প্রয়োজন নেই।’
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এটি বাধ্যতামূলক করতে মন্ত্রিপরিষদে প্রস্তাবনা পাঠিয়েছিলাম। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রস্তাবনা এসেছিল যে, দেশের অনেক কৃষকও নির্বাচনে অংশ নেন। তারা আয়করের বাইরে রয়েছেন। তাই নির্বাচনে সবার সুযোগ নিশ্চিত করতে আয়কর রিটার্ন দেয়ার বিষয়টি শিথিল করা হয়েছে।’
ঋণ খেলাপিদের বিষয়ে সচিব বলেন, ‘আগে নির্বাচনে প্রার্থী হতে ঋণ খেলাপিদের মনোনয়নপত্র জমাদানের সাতদিন পূর্বে ঋণ পরিশোধের বিধান ছিল। এখন থেকে ঋণ পরিশোধ করেই প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন।’
সচিব বলেন, ‘ঋণ খেলাপিদের মনোনয়নপত্র দেয়ার আগেই তাদের তালিকা রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং ডিভিশনকে বলা হয়েছে।’
তফসিল ঘোষণার পর ব্যানার-ফেস্টুন নয়
তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে প্রত্যেক নির্বাচনী এলাকার সব ব্যানার-ফেস্টুন ও পোস্টার সরিয়ে ফেলতে হবে। সে জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সচিব।
তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে প্রত্যেক নির্বাচনী এলাকার সব ব্যানার-ফেস্টুন ও পোস্টার সরিয়ে ফেলতে হবে। সে জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান সচিব।
বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সহজ করা হবে
বিদেশ থেকে যেসব পর্যবেক্ষক আসবেন তাদের ভিসা প্রসেসিং যাতে খুব সহজে হয় এবং তাদের ভেটিংগুলো যাতে জননিরাপত্তা বিভাগ খুব দ্রুত দেয় সেভাবে নির্দেশনা দেয়া হয়েছে।
পার্বত্য জেলায় হেলিকপ্টারে মালামাল পার্বত্য জেলাতে হেলিকপ্টারের প্রয়োজন হতে পারে বলেও জানান সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘প্রায় ৩৪টি কেন্দ্রে মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তাদের হেলিকপ্টারে পৌঁছে দিতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচন-পূর্ব সময়ে আচরণ বিধিমালা প্রতিপালন দেখভাল করার জন্য বেশকিছু সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন হয়। তাদেরকে তালিকা করে যাতে নিয়োগ দেয়া হয়, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে ইসি।
No comments:
Post a Comment