হারানো জাতীয় পরিচয় পত্র কিভাবে উত্তোলন করবেন

আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফরমে এবং নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে উত্তোলন করতে পারবেন। হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলনের ক্ষেত্রে আপনি যেভাবে আবেদন করবেন।
১. আপনার নাম ভোটার তালিকায় যে এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে সেই এলাকার উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসে গিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফরম সংগ্রহ করুন।
 ২. বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নিয়মিতভাবে উত্তোলনের জন্য ২০০ টাকা ফি এবং ১৫% হিসেবে ৩০ টাকা ভ্যাট প্রদান করতে হবে।
 ৩. আপনার নিকটস্থ যেকোনো অনুমোদিত ব্যাংকে জমা দিয়ে সেটির প্রমাণ পত্র আবেদনের সাথে সংযুক্ত করুন।
৪. আপনার যে জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়েছে তার নম্বর অর্থাৎ এন আই ডি নম্বর বা ভোটার নম্বর উল্লেখ করে থানায় জিডি করুন।
৫. এই জিডির কপি আবেদনের সাথে সংযুক্ত করুন। জাতীয় পরিচয়পত্রে যেভাবে সাক্ষর রয়েছে অনুরূপ সাক্ষর আপনার নির্ধারিত ফরমে করতে হবে।
৬. এবার উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসে আবেদনপত্রটি জমা দিন ৩০ দিনের মধ্যে আপনার কাছে আপনার জাতীয় পরিচয়পত্র সরবরাহ করা হবে।

 আপনার হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্রটি জরুরি ভিত্তিতে উত্তোলন করতে হলে আপনাকে জরুরি ফি জমা দিতে হবে। এক্ষেত্রে ৩০০ টাকা ফি এবং ৪৫ টাকা ভ্যাট প্রদান করতে হবে।

ভোটার রেজিস্ট্রেশন স্লিপ হারিয়ে গেলে কি করবেন

১.  ভোটার তালিকা চূড়ান্ত ভাবে প্রকাশ হওয়ার পর আপনি যে এলাকায় ভোটার হয়েছেন সে এলাকার থানা কিংবা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার এলাকার ভোটার তালিকা টি দেখে নিন।
২. ভোটার তালিকায় যেখানে আপনার নামটি খুঁজে পাবেন ,নামের ঠিক উপরে ১২ ডিজিটের একটি ভোটার নাম্বার রয়েছে, এই ভোটার নম্বর টি সংগ্রহ করুন।
 ৩. এই ভোটার নম্বর উল্লেখ করে থানায় জিডি করবেন।
৪.   নির্বাচন অফিস হতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক  নির্ধারিত ফরম সংগ্রহ করুন।

৫. নির্ধারিত ফি প্রদান করে আপনার জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহের জন্য আবেদন করুন।
৬.  ফরমটি পূরণ করে, ফি প্রদানের প্রমানপত্র এবং জিডির কপি সংযুক্ত করে আপনি যে এলাকায় ভোটার হয়েছেন সেই এলাকার উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদনটি দাখিল করুন।
 এক্ষেত্রে বিকল্প হলো ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাতীয় পরিচয় পত্রের নম্বরটি বা এনআইডি নম্বর সংগ্রহ করতে পারেন এ নম্বর দিয়ে থানায় জিডি করে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

National ID Card BD-How to Get New Voter/National ID Card if Lost

No comments:

Post a Comment

All Right Reserved@Smartinfo. Powered by Blogger.

Latest News

MORE FROM OUR SITE

Social Share

Favorite Games

;
')})}); //]]>

Today Pageviews

Search This Blog

Subscribe Us

Facebook

Most popular

Carousel

?orderby=published&alt=json-in-script&callback=labelthumbs'>

Followers

Subscribe

Navigation-Menus (Do Not Edit Here!)

I Am The Author

MORE FROM OUR SITE

Popular Posts