বাংলাদেশ নির্বাচন কমিশন করতে প্রদানকৃত জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট জাতীয় পরিচয়পত্র একটি গুরুত্বপূর্ণ দলিল ।যে কোন কাজ সুষ্ঠুভাবে সমাধানের জন্য এই পরিচয়পত্রটি এখন হরহামেশাই প্রতিটি নাগরিকের প্রয়োজন হয়।
যাদের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের বিভিন্ন তথ্য ভুল রয়েছে তারা এই ভুলগুলো সংশোধনের জন্য আবেদন করে থাকেন। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল রয়েছে তারা স্থানীয় থানা কিংবা উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন। কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় আবেদনের সময় আবেদনকারী যে ফি প্রদান করেছেন সেটি সঠিক নয়। voter id online,voter id card online, election id
card, online voter id card ,election id ,voter id registration, voter id
application, voter id card search ,voter id online registration ,online
election card ,election id card status ,voter id card form ,voter id search
,apply voter id card online, voter id list ,voters id ,voter card online,
election card online ,status of voter id card ,online voter id registration,
voter id card correction status,voter id application status,
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সংশোধন আবেদনের জন্য ২০০ টাকা এবং ৩০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে কিন্তু আবেদনকারী যখন দ্বিতীয়বার আবেদন করেন তখন তাঁর এই ফির পরিমাণ তারতম্য ঘটে। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রথমবার আবেদনের ক্ষেত্রে একরকম এবং দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে অন্যরকম এবং তৃতীয় বার কিংবা তার চেয়েও বেশি বার আবেদনে ক্ষেত্রে ভিন্ন রকম ফি নির্ধারণ করে রেখেছেন। আবেদনকারীর যখন দ্বিতীয়বার আবেদন করেন তখন প্রথম বারের ফি প্রদান করেন ফলে এই আবেদনটি নিষ্পত্তির লক্ষ্যে যখন কাজ শুরু করা হয় তখন দেখা যায় সার্ভার এটি গ্রহণ করছে না কারণ আবেদনকারী ভুল করে কিংবা অজ্ঞাতসারে প্রথমবার আবেদনের ফি প্রদান করে থাকেন তাই আবেদনকারীরা যাতে বিভ্রান্ত না হন বা ভুল করে ফি প্রদান না করেন সেজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ভিন্ন ভিন্ন আবেদনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ফি নির্ধারণ করেছেন। সেটি পুনর্বার আপনাদের সুবিধার জন্য উপস্থাপন করা হল। যেমন জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনের ক্ষেত্রে ২০০ টাকা দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে ৩০০ টাকা পরবর্তী ক্ষেত্রে ৪০০ টাকা ফি নির্ধারণ করা রয়েছে প্রতিটি ক্ষেত্রে ১৫% ভ্যাট। হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলনের ক্ষেত্রে প্রথমবার নিয়মিতভাবে ২০০ টাকা এবং জরুরি ভিত্তিতে পাবার জন্য ৩০০ টাকা দ্বিতীয়বার আবেদন এক্ষেত্রে ৩০০ টাকা নিয়মিতভাবে এবং জরুরীভাবে ৫০০ টাকা পরবর্তী ক্ষেত্রে নিয়মিতভাবে ৫০০ টাকা এবং জরুরি ভিত্তিতে পাবার জন্য ১০০০ টাকা ফি নির্ধারণ করা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে শতকরা পনের টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে।
এ সংক্রান্ত বিভ্রান্তি দূর করা এবং আবেদনের সুবিধার জন্য নিচের ছকে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফি উপস্থাপন করা হলো।
voter id online,voter id card online, election id
card, online voter id card ,election id ,voter id registration, voter id
application, voter id card search ,voter id online registration ,online
election card ,election id card status ,voter id card form ,voter id search
,apply voter id card online, voter id list ,voters id ,voter card online,
election card online ,status of voter id card ,online voter id registration,
voter id card correction status,voter id application status,
No comments:
Post a Comment