আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটার করতে সেমিনার করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁ হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রবাসীদের ভোটার করা ও তারা কিভাবে বিদেশে বসেই তারা ভোট দিতে পারেন সে বিষয়ে মতবিনিময় করা হবে। সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, কয়েকজন রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, সেমিনার ফলপ্রসূ হলে ভোটার তালিকা বিধিমালা- ২০১২ এর ১১ ধারা অনুযায়ী প্রবাসীরা ভোট দেয়া ও নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাবেন। এর আগের কমিশন বিভিন্ন সময় প্রবাসীদের ভোটার ও ভোট দেয়ার ব্যবস্থার কথা ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি।
No comments:
Post a Comment