আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দুই কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর তিন কেন্দ্রে বাসানো হবে সিসিটিভি ক্যামেরা।
জানা গেছে, খুলনার সোনাপোতা সরকারি প্রথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের জসিমউদ্দীন হোস্টেলে ইভিএম ব্যবহার করা হবে। দশম জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে নতুন ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির বিরোধীতার মধ্যেই কেন্দ্রগুলোতে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যাবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
আপরদিকে দৌলতপুর সরকারি বি. এল বিশ্ববিদ্যালয় কলেজ, সেন্টাল রোডের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় পিটিআই মোড়ের প্রশিক্ষণ ভবনের ২য় ও ৩য় তলায় নির্বাচনের দিন সিসিটিভি বসানো হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ কেন্দ্রগুলো সারাসরি মনিটরিং করা হবে।
প্রসঙ্গত, ১৫ মে খুলনা সিটিতে ভোট হবে। ৩১টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এ সিটি কর্পোরেশন গঠিত। ৩১ ওয়ার্ডে ২৮৯ কেন্দ্রের এক হাজার ৫৬১ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটিতে ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ভোটার রয়েছে।
No comments:
Post a Comment