![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilcmW3JlMz2JQJo76o__Zb605b8WEWlAEXdiao8BzhwxJg_QZjfAra1fOTJy5zZEv7uSgr2n0C122z6atRB7JMG_-z9eX4c4Tzj2zh8ClXIPfQN4DqL2IgwNjWV9Wx2tjVM3ha9CtToSY/s640/%25E0%25A6%25A6%25E0%25A7%2581%25E0%25A6%259F%25E0%25A6%25BF+%25E0%25A6%25A8%25E0%25A6%25A4%25E0%25A7%2581%25E0%25A6%25A8+%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%259C%25E0%25A6%25A8%25E0%25A7%2588%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%2595+%25E0%25A6%25A6%25E0%25A6%25B2%25E0%25A6%2595%25E0%25A7%2587+%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A6%25AC%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A7%25E0%25A6%25A8+%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25AC%25E0%25A7%2587+%25E0%25A6%2587%25E0%25A6%25B8%25E0%25A6%25BF.jpg)
বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, এর আগে আমরা ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে কিছু তথ্য চেয়েছিলাম। সবাই দিলেও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন সময়মতো কমিশনে তথ্য না দেয়ায় দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে।
ইসি সূত্র জানায়, ইসির নিবন্ধনে বর্তমানে ৩৯টি রাজনৈতিক দল থাকল। এর আগে স্থায়ী সংশোধিত গঠনতন্ত্র দিতে না পারায় ২০০৯ সালে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করে ইসি। আর আদালতের আদেশে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ হয়।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপি নামে একটি দলের নিবন্ধন চেয়ে আবেদন করেন। নির্ধারিত সময়ের পরে আবেদনটি আসায় কমিশন তা বাতিল করে দেয়। পরে তিনি আদালতে গেলে মহামান্য হাইকোর্ট বিষয়টি বিবেচনা করতে কমিশনকে বলেন। কমিশন আদেশটি বিবেচনায় নিয়ে দলটির কাগজপত্র দেখেন। দেখা যায়, আবেদনটি নির্ধারিত সময়ে আসেনি এবং সরকারি নির্ধারিত ফি জমা দেননি। তার আবেদন যাচাই-বাছাই করে আরও দেখা গেছে, নিবন্ধন দেয়ার মতো সেখানে যে তথ্য দরকার তা নেই। তাই কমিশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি বলেন, এবার নির্ধারিত সময়ের মধ্যে ৭৫টি নতুন দল আবেদন করে। সেখান থেকে প্রাথমিক বাছাইয়ে ১৯টি দল বাতিল হয়। এরপর তথ্য সংশোধন করে দেয়ার জন্য চিঠি দেয়া হয়। তাতে ৯টি দল ব্যর্থ হলে তাদের আবেদন বাতিল করা হয়। বাকি ৪৫টি দল থেকে দুটি দলের আবেদন আমলে নিয়েছে কমিশন। এখন মাঠপর্যায়ে এদের খোঁজ নেয়া হবে।
এর আগে দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী নতুন ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ৪১টিই নির্বাচন কমিশনের কাছে নিজেদের ‘যোগ্যতার’ প্রমাণ দিতে ব্যর্থ হয়। মাত্র দুটি দল শর্ত অনুযায়ী মাঠপর্যায়ে কার্যালয় ও কমিটি থাকার তথ্য দিয়েছিল। এরপর তাদের নিবন্ধন দেয় কমিশন। দল দুটি হলো- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সাংস্কৃতিক মুক্তিজোট।
No comments:
Post a Comment