বাংলাদেশ নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যে ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন তা এস এম এস ও অনলাইনে জানার ব্যবস্থা করেছেন। এসেবাটি ২৯/১২/২০১৮ ইং তারিখ হতে নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
এস এম এস এর মাধ্যমে কেন্দ্রের নাম জানার জন্য যেকোন মোবাইল অপারেটর থেকে এ সেবা টি পাওয়া যাবে
এসএমএস করার নিয়ম- আপনার মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে PC লিখে একটি স্পেস দিয়ে আপনার এনআইডি নম্বরটি লিখে পাঠিয়ে দিন ১০৫ এই নম্বরে। ফিরতি ম্যাসেজে আপনার ভোট কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে
PC<space>NID number then send to 105
রাত পোহালেই শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশব্যাপী মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
নির্বাচনে সবার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
ভোটগ্রহণ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) নির্বাচনে সবার জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং সহিংস অথবা নাশকতামূলক অবস্থার সৃষ্টি হলে তা কঠোর হাতে দমন করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছি।’
সারাদেশে মোট ১০ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৮১৯ জন ভোটার ২৯৯টি সংসদীয় আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ৫ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৬১৬ জন পুরুষ এবং ৫ কোটি ১৪ লাখ ৫৫ হাজার ২০৩ জন নারী ভোটার রয়েছেন।
No comments:
Post a Comment