দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টি উপজেলা পরিষদে ৫ ধাপে ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের তফসিল ৩ অথবা ৪ ফেব্রুয়ারি ঘোষণা করে মার্চে ভোট করার পরিকল্পনা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির। তবে এবার বিভিন্ন জটিলতার কারণে ১২টি উপজেলা পরিষদে ভোট হচ্ছে না। এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ৩৯ রাজনৈতিক দলের বাইর কেউ নির্বাচন করতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে আসতে হবে। ইসি সূত্র এসব তথ্য জানায়।
জানা গেছে, এবছর ৪৮০টি উপজেলা মধ্যে ঢাকা অঞ্চলে ৩৪ উপজেলার মধ্যে ভোট হবে ৩৩টিতে। এ বিভাগের নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা সীমানা সংক্রান্ত মামলার কারণে নির্বাচন হচ্ছে না।
চট্টগ্রাম অঞ্চলে ৪৯ উপজেলার মধ্যে ৪৭টিতে ভোট হবে। চট্টগ্রামের কর্ণফুলী ও খাগড়াছড়ির গুইমারা উপজেলার মেয়াদ শেষ হবে ২০২২ সালে। এ কারণে এ দুই উপজেলা পরিষদে ভোট হবে না এবছর।
রংপুর অঞ্চলে ৫৮টির মধ্যে ৫৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে। রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়নি। এ কারণে এবছর ভোট হচ্ছে না এই উপজেলায়।
ময়মনসিংহ ৬০টির মধ্যে ৫৯টি উপজেলায় ভোট হবে। তারাকান্দা উপজেলার মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। এ কারণে উপজেলাটিতে ভোট হবে না।
রাজশাহী অঞ্চলে ৬৭ উপজেলার মধ্যে ৬৭টিতেই এবছর ভোট করবে ইসি। বরিশাল অঞ্চলে ৪২টি উপজেলার সবকটিতেই ভোট হবে। খুলনা অঞ্চলে ৫৯টি উপজেলার মধ্যে ৫৯টিতে এবং ফরিদপুর অঞ্চলে ২৯ মধ্যে ২৯টি উপজেলায় ভোট হবে। কুমিল্লা অঞ্চলে ৫৪টির মধ্যে ৫১টিতে ভোট হবে। নোয়াখালী সদর, কুমিল্লার দাউদকান্দি ও লালমাই উপজেলায় ভোট হবে না এবছর।
No comments:
Post a Comment