ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ জানুয়ারি বুধবার। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ২ ফেব্রুয়ারি শনিবার। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি শনিবার। ভোট গ্রহণের তারিখ ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
বুধবার নির্বাচন ভবনে ইসির কমিশন সভা শেষে সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস বিফ্রিং এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, এই সিটিতে নতুন তফসিলে উপ-নির্বাচন হচ্ছে। এজন্য আবার নতুন করে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মেয়র পদে মেয়াদ হবে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত। একইসঙ্গে দুই সিটি কর্পোরেশনে নতুন করে যুক্ত হয়ে ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডেরও সাধারণ নির্বাচন হবে। এর মেয়াদ হবে সিটি কর্পোরেশনের মেয়াদ পর্যন্ত।
No comments:
Post a Comment